জগন্নাথপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বদলি জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনপ্রিয় এবং মানবিক চিকিৎসক ডাঃ শাহীনুর ইসলাম শাহীন-কে অশ্রুসিক্ত বিদায় জানালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিনের প্রিয় সহকর্মী ও মানবিক চিকিৎসক শাহীনুর ইসলাম শাহীনের বিদায়ে সবার চোখে জল ঝরতে দেখা যায়। কর্মকর্তা, সহকর্মী, নার্স, ও কর্মচারীরা তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়ের উপস্থিতিতে , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ বদরুদ্দোজা উজ্জ্বল এর পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তারা বলেন।
ডাঃ শাহীনুর ইসলাম শাহীন শুধু একজন চিকিৎসক নন, তিনি ছিলেন একজন পরম বন্ধু, নিবেদিত প্রাণ সেবক এবং রোগীর প্রকৃত অভিভাবক।
বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সবাই ডাঃ শাহীনের নতুন কর্মস্থলে যোগদানের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন,আমরা সবাই
প্রত্যাশা করি নতুন কর্মস্থলে ডাঃ শাহীন মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করবেন এবং অচিরেই পদোন্নতি লাভ করতে করবেন।বিদায়ী অনুষ্ঠানে ডাঃ.শাহীনুর ইসলাম শাহীন আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্যে বলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং প্রিয় জগন্নাথপুর উপজেলা বাসীর ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারব না।এই ভালোবাসা আমার সৎকর্ম দক্ষতা ফল আজীবনের পদপ্রদর্শক।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপস্থিত সকলেই ডাঃ শাহীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ডাঃ শাহীনুর ইসলাম শাহীনের বিদায়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেমে আসে এক গভীর আবেগঘন পরিবেশ,যা উপস্থিত সবার হৃদয়ে অমলিন স্মৃতি হয়ে থাকবে দীর্ঘদিন।