প্রেস রিলিজ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ০১ (এক) আসামী গ্রেফতার।
মঙ্গলবার (১২ আগষ্ট) জগন্নাথপুর থানার অফিসার ইনচাজ মাহফুজ ইমতিয়াজ ভূঞা, নির্দেশনায় এসআই (নিরস্ত্র) রিফাত সিকদার নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং-০৪, তারিখ-১৩/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৭/৩০ ধারার এজাহরানামীয় আসামী মোঃ ফারুক মিয়া (৪৩), পিতা- মৃত এলিমুল্লা, মাতা- মোছাঃ খরফুল নেছা, সাং-দক্ষিণ পাইলগাঁও, ৯নং পাইলগাঁও ইউ/পি, থানা-জগন্নাথপুর, রাত ০২.৫০ ঘটিকার সময় জগন্নাথপুর থানাধীন ৯নং পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার হইতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচাজ মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানা, গ্রেফারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়।