প্রেস রিলিজ ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ৪র্থ শ্রেনির এক শিশু (১০) শিক্ষার্থীকে মসজিদ থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে শায়েস্তা মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশের সুত্রে জানা যায়, রোববার (৬জুলাই-২৫) সন্ধ্যায় পবিত্র আশুরা উপলক্ষে গ্রামের মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে যায় ওই শিশু শিক্ষার্থী, মিলাদ চলাকালে মসজিদ থেকে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত শায়েস্তা মিয়া।
এ ঘটনায় ওই শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠান।
গ্রেপ্তারকৃত শায়েস্তা মিয়া উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের হারিছ মিয়ার ছেলে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। পরে আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
ইকবাল হোসাইন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐬𝐡𝐮𝐯𝐨𝐣𝐚𝐭𝐫𝐚𝟐𝟎𝟐𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত