জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে, নিয়মিত মামলায় ০১ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন আসামীসহ গ্রেফতার ০২।
শুক্রবার (২৭ জুন ২৫) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা দিক নির্দেশনায় ,এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাকিব হোসেন, এসআই (নিরস্ত্র) শাহ আলম, এএসআই(নিরস্ত্র) কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জগন্নাথপুর থানার মামলা নং-১১, তারিখ- ২০ জুন, ২০২৫; জি আর নং-১১৬, তারিখ- ২০ জুন, ২০২৫; ধারা- 143/341/323/326/379/114/506(2) The Penal Code, 1860 এর এজাহারনামীয় আসামী মোঃ কামরুল ইসলাম (২৩), পিতা- আব্দুল আহাদ, মাতা- জাহেরা বেগম, সাং-মহিষাকোনা, ৫নং চিলাউড়া হলদিপুর ইউ/পি, থানা- জগন্নাথপুর,। সন্ধ্যা অনুঃ ১৯.৩০ ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় জগন্নাথপুর থানাধীন ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অর্ন্তগত হলিকোনা বাজার সংলগ্ন হাওড় হইতে গ্রেফতার করা হয়।
অপর এক মামলা সিআর-৮৫/২৫ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আফিয়া, স্বামী- ছমির উদ্দিন, সাং- পশ্চিম কাজীরগাঁও, থানা-মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার, হাল সাং-জগন্নাথপুর, থানা- জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, <span;>গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
ইকবাল হোসাইন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐬𝐡𝐮𝐯𝐨𝐣𝐚𝐭𝐫𝐚𝟐𝟎𝟐𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত